দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ২০:৪০, মার্চ ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক দল। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা (দক্ষিন) কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব সফিউল আলম সফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবা সালেকিন জামিল, জেলা (উত্তর) কৃষক দলের আহ্বায়ক মো. জামাল হোসেনসহ অন্যান্যরা। সমাবেশের আগে নগরীর আগরপুর রোড থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। কৃষক দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনও অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।