নিজস্ব প্রতিবেদক॥ নিত্য পন্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে যুবদল। ৬ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন ও সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচএম তসলিম উদ্দিন। এছাড়া স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে সমাবেশে জড়ো হয়। এদিকে যুবদলের বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।