নগরীতে এক গৃহবধূর আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৪:০১, মার্চ ১০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর আমিরকুটির এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ সাহিদা বেগম (২২) কুয়াকাটা পৌরসভার হাবিব সিকদারের মেয়ে। তার স্বামীর নাম মাজাহারুল ইসলাম ইমরান। গতকাল বুধবার (৯ মার্চ) রাত সাড়ে এগারটায় নগরীর ১৫নং ওয়ার্ডের আমিরকুটির এলাকায় নিজ বসতঘরে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।  নিহত গৃহবধূ স্বামী ও ২ শিশু সন্তান রেখে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সাহিদা বেগমের স্বামী ইমরান একজন কোরআনের হাফেজ এবং আমিরকুটির হিফজুল কুরআন মাদরাসার শিক্ষক ও পরিচালক। মাদরাসার একটি কক্ষে স্বামী-সন্তানদের সাথে থাকতেন ওই নিহত গৃহবধূ। অপর দুটি কক্ষে থাকতেন মাদরাসার আবসিক ছাত্ররা। ঘটনার দিন রাত ১১ টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেলে সাহিদা বেগমের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বামী ইমরান। পরে পাশের কক্ষের ছাত্রদের ডাক দিলে তাদের কান্নায় আশেপাশের লোক জড়ো হয় এবং তারা থানার ফোন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠান। স্থানীয়ভাবে আরো জানা গেছে, নিহত গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তিনি। আশঙ্কা করা যাচ্ছে, মানসিক অসুস্থার কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ বিষয়ে ওই  নিহত গৃহবধূর মা নাছিম বেগম জানায়, তার মেয়ে জামাই একজন হাফেজ মানুষ। তাদের সাত বছরের বিবাহিত জীবনে কখনো তার মেয়েকে নির্যাতন করেনি। তার মেয়ে অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার সাথে জ্বীনের সমস্যা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ২ সপ্তাহ বরিশাল থেকে জ্বীনের চিকিৎসায় ঝাড়-ফুক দেয়া হয়েছে। তারপরও সুস্থ হয়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি আজ্মুল করিম জানান, মরদেহ ময়না তদন্তের রিপোর্ট আসলে সম্পূর্ণ বোঝা যাবে।