মাদক সম্রাট সেন্টুর ভাই ইয়াবাসহ আটক

কামরুন নাহার | ১২:২০, এপ্রিল ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। মাদক সম্রাট সেন্টুর আপন ছোট ভাই শাহাআলমকে ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাদকের বেচাকেনা চলছে এমন গোপন সংবাদে বরিশাল নগরীর কাশিপুরে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশর এস আই দেলোয়ার হোসেন (পিপিএম)। অভিযানে ইয়াবাসহ আটক হয় ঝালকাঠির মাদক সম্রাট শাকিল খান সেন্টুর ছোট ভাই শাহাআলম। এসময় পালিয়ে যায় শাহাআলমের সাঙ্গপাঙ্গরা। কিছুদিন আগে দৈনিক দেশ জনপদসহ বরিশালের একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিলো কারাগারে বসে সেন্টুর মাদক বাণিজ্যে খবর। যদিও সংবাদ প্রকাশের পর সেন্টুর পরিবারের খুব আপনজন এক সাংবাদিকের মাধ্যমে তাদের পরিবারের গুনকৃর্তন গেয়ে সংবাদের প্রতিবাদ দেয়। এবং প্রতিবাদে উল্লেখ করা হয়েছিল যে, তাদের পরিবারের কেহই মাদক ব্যবসার করে না। চোরে না শোনে ধর্মের কাহিনি। বরিশাল ঝালকাঠিসহ বিভাগ জুড়েই রয়েছে সেন্টু শাহাআলমের মাদক সিন্ডিকেট। বর্তমানে সেন্টু বরিশালের কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দী রয়েছে। সেখানে বন্দী থেকেই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তিনি। এমনটাই বেরিয়ে এসেছিল বিশেষ অনুসন্ধানে। আর গতকাল ডিবি পুলিশের অভিযানে শাহআলমকে আটকের মধ্য দিয়ে বেরিয়ে আসলো কিছুদিন আগে প্রকাশিত নিউজের সত্যতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝালকাঠির মাদক সম্রাট সেন্টুর অনুপস্থিতিতে তার ইয়াবা ও ফেন্সিডিলের বাণিজ্য দেখভাল করছে তার ছোট ভাই শাহআলম ও সেন্টুর স্ত্রী তাহমিনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সূত্র আরও জানায়, বরিশাল শহরের বিভিন্ন এলাকায় সেন্টু ও শাহআলমের একাধিক বাসা ভাড়া নেয়া রয়েছে। একেক বাসায় সেন্টুর স্ত্রী পরিচয়ে একেকজন নারী থাকেন। এর বাইরেও শক্তিশালী নারী-পুরুষের সিন্ডিকেট রয়েছে। যাদের মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে মাদক সরবরাহ করছে শাহআলম, সেন্টুর স্ত্রী তাহমিনা, রিমি আক্তার, সেন্টুর দুলাভাই আবুল হোসেন, সেন্টুর মেয়ে, বোন নিরবসহ তাদের সহযোগিরা। এরা সকলেই একাধিকবার মাদক মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে ফের মাদক বাণিজ্যে জড়িয়েছে। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে সেন্টুর পরিবারের সকল সদস্যকে আইনের আয়তায় আনা হোক বলে জোরালো দাবী জানায় সুশীল সমাজ।