বরগুনায় জাতীয় ভোটার দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৬, মার্চ ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বরগুনা জেলাসহ উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। 'মুজিবর্ষের অঙ্গীকার, ভোট আমার অধিকার' শীর্ষ্ক প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।