পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২০
দেশ জনপদ ডেস্ক|১৯:০৭, মার্চ ০২ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছে পিরোজপুর জেলা বিএনপি। সমাবেশে যোগদানকালে পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হবার অভিযোগ করেছে বিএনপি।
বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ৩টায় পিরোজপুর শহরের পুরাতন জেলখানার সামনে জেলা বিএনপি’র অফিস চত্বরে সমাবেশে প্রধান অতিথির রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারন সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলসহ যুবদল, ছাত্রদল,মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠানে যোগ দিতে এলে শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের ২০ নেতাকর্মী পুলিশের লাঠি চার্জে আহত হয় বলে জানান জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন।