সড়কের পাশে মিলল নবজাতকের লাশ

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৪, মার্চ ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বান্দ রোডের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কারা ফেলে গেছে সে বিষয়েও তদন্ত হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।