ধানসিঁড়ি পাড়েই হচ্ছে জীবনানন্দ পাঠাগার ও জাদুঘর

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩২, ফেব্রুয়ারি ২৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে পাঠাগার ও জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি (বারইবাড়ি) এলাকায় প্রাথমিকভাবে জমি নির্বাচন করা হয়েছে বলেও জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি নদী ও জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে ২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নেয়। কবির জন্মদিনে ১৮ ফেব্রুয়ারি ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর মোহনায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবনানন্দ দাশের গ্রন্থ স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ভাটারাকান্দা এলাকার চার শতাংশ জমিতে বালু ভরাট করে ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয়। কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। পরে ২০২২ সালের শুরুতে ফের নতুন করে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড সচিব কবির বিন আনোয়ার। মো. রাকিব হোসেন আরও জানান, ধানসিঁড়ি নদীর পাড়ে কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সব পরিকল্পনা বাস্তবায়ন হবে।