বরিশাল মেট্রোপলিটনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় নগরীতে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম। করোনা সচেতনতামূলক বিশেষ মহড়া নগরীর মড়কখোলা পোল থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মড়কখোলা পুলে এসে শেষ হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী মহড়ায় জনসচেতনতা বৃদ্ধিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন, বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর নির্দেশক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি এ সময়ে সাধারণ মানুষের উদ্যোগে বলেন, অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন না, আমরা নিজেরা ঘরে থাকার মাধ্যমে মহামারীর হাত থেকে রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) বিএমপি মো. আ. হালিম, অফিসার ইনচার্জ কাউনিয়া মো. আজিমুল করিম, ইন্সপেক্টর অপারেশন হিরন্ময় সরকারসহ কাউনিয়া থানার অন্য পুলিশ সদস্যরা।
বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা প্রতিরোধ যুদ্ধে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ।গত সোমবার(৩০ মার্চ) বিকেলে এই মহড়া অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্টোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, জনগনকে সচেতন এবং সরকার ঘোষিত লক ডাউন মেনে চলার জন্যই এই মহড়া অনুষ্ঠিত হয়। আরো জানা গেছে, বরিশাল মেট্টোপলিটন পুলিশ নোভেল করোনা ভাইরাস নিয়ে সর্বচ্চো কাজ করে যাচ্ছে। এ মহড়া অব্যাহত থাকবেন বলেও জানা যায়।
বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশনায় ব্যাপক সচেতনতা মূলক কর্যক্রম পরিচালনা হয়ে আসছে।মহড়াটি বরিশাল নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে বাসার ভেতরে অবস্থান করার অনুরোধ সহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বর্জনীয় পরামর্শ নিয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে চলছে এমহড়া।