এস এন পলাশ।।
আজ (২৮ফেব্রুয়ারি) সোমবার সকাল থেকে বরিশাল নগরীর বেশিরভাগ দোকানিদের মুখে শোনা যাচ্ছে সয়াবিন তেল নেই। কি জন্য সয়াবিন তেল নেই? এর কোনো সদউত্তর দিতে পারেনি কেউ।
তেলের বাজারে আগুন এমন খবরের খোঁজখবর নিতে গেলে জানা যায়, সয়াবিন তেলের দাম অনেক বাড়বে সেই আশায় যার কাছে যতটুকু সয়াবিন তেল আছে তা সরিয়ে ফেলা হয়েছে অধিক লাভের আশায়।
এতেকরে ভোগান্তিতে সাধারণ জনগণ। সরজমিনে দেখা যায়, কেউ কেউ কিছু তেল বিক্রি করছে তার নির্দিষ্ট মূল্য নির্ধারণ নেই। দোকানিদের ইচ্ছা মাফিক দাম নিচ্ছে।
সদর রোডের এক হোটেল ব্যবসায়ী প্রতিদিনের ন্যায় আজও তেল কিনতে গিয়ে পড়েছে বিপাকে। তার বক্তব্য হলো সয়াবিন তেলের দাম যাই হোক হোটেল চালাতে তেল তো আমার লাগবে। তাই তিনি পরিচিত দোকানিদের কাছ থেকে পাঁচ লিটারের একটি বোতল নেন ৮৬৫ টাকায় যা গতকাল নিয়েছিলো ৭৮০ টাকায়।
এমন দৃশ্য দেখা গেছে নগর জুড়ে।
একাধিক সূত্রে জানা যায়, বরিশাল নগরীর বাজার রোডের বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আজ সকাল থেকে সয়াবিন তেল বিক্রি করা বন্ধ করে দেন। এমন খবরে খুচরো দোকানিরাও সুযোগ নিয়ে লাভের আশায় বিক্রি বন্ধ করে মজুত করেন সয়াবিন তেল।
বরিশাল নগরবাসীর দাবী কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টিই পারবে সঠিক মূল্য নির্ধারণ ও জনগণের ভোগান্তি কমাতে।
এবিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস বলেন, গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক ভাবেই দেলের দাম বাড়ছে তার উপর যদি কোনো দোকানি বাড়তি লাভের আশায় সয়াবিন তেল মজুত করেন সেটাকে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। তিনি আরো বলেন, আমাদের প্রতিদিন বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে। যদি কোনো ব্যবসায়ী অধিক লাভের আশায় কোনো পণ্য মজুত করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।