নিজস্ব প্রতিবেদক॥ “গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এই স্লোগানে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সার্কিট হাউজ থেকে এক র্যালী বের হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নুপুর রাণী মজুমদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন। অনুষ্ঠানে সকল উপজেলা নির্বাহী অফিসার ও পরিসংখ্যান অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।