গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে বাছুর বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৩, ফেব্রুয়ারি ২৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী এসব জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। তিনি ১০ জন সুফলভোগী জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, এপিডি (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য ভবন, ঢাকা) মো. শামসুল আলম পাটওয়ারী, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান প্রমুখ। এমপি এসএম শাহজাদা বলেন, ‘ইলিশ বাংলাদেশর একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি জেলেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বকনা বাছুর বিতরণ করা হলো। যাতে সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেরা বকনা বাছুর পালন করে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারে।’