ইউক্রেন প্রেসিডেন্টের পাশে থাকার ঘোষণা দিলেন প্রিন্স উইলিয়াম-কেট

কামরুন নাহার | ২০:৩১, ফেব্রুয়ারি ২৬ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ॥ ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। এ অবস্থা ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। শনিবার সন্ধ্যায় দি ডিউক এন্ড ডাচেস অফ কেমব্রিজ থেকে এক টুইট বার্তায় এ ঘোষণা দেয়া হয়। টুইট বার্তায় ব্রিটিশ রাজকীয় দম্পতি বলেছেন, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের পাশে আছেন।