কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪২, ফেব্রুয়ারি ২৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে সোয়াইবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামে এ ঘটনাটি ঘটে। সে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ওই গ্রামের মো. ওবায়দুল হাসানের মেয়ে ।