আগৈলঝাড়ায় মাটির নিচে বিপুলসংখ্যক গুলির উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৫:৩৮, ফেব্রুয়ারি ২৫ ২০২২ মিনিট

বরিশাল ব্যুরো।। বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ১ হাজার ৫৫৪টি গুলি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার দুপুরে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জমি থেকে এই গুলি উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য জমি ক্রয় করে উপজেলা প্রশাসন। ওই জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খুড়তে গেলে তিন ফুট মাটির নিচ থেকে শ্রমিকরা বিপুল পরিমাণ পরিত্যক্ত গুলি উদ্ধার করেন। মাটির নিচ থেকে পাওয়া ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জব্দ গুলি বরিশাল আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, স্বাধীনতা যুদ্ধের সময় ওই বাড়িতে ক্যাম্প ছিল। তাদের ব্যবহৃত গুলি ছিলো বলে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় শ্রমিকেরা মাটি খুড়ে গুলি পাওয়ার ঘটনা তাকে জানালে তিনি আগৈলঝাড়া থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ হাজার ৫৫৪টি গুলি উদ্ধার করেন। পরে উদ্ধার করা গুলিগুলো থানায় হস্তান্তর করা হয়।’