নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের ইন্দুকানীতে খেলতে খেলতে পুকুরে পড়ে হাবিবা আক্তার নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হাবিবা ওই গ্রামের ব্যবসায়ী আ.কুদ্দুস মল্লিকের মেয়ে।
স্বজনরা জানান, শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু হাবিবা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে হাবিবাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ননী গোপাল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতলে নিয়ে আসা হয়েছিল।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।