ব্রিটেনের রানি করোনায় আক্রান্ত
রিপোর্ট দেশজনপদ॥ ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা টেস্ট পজিটিভ হয়েছেন। রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানি আজ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি মৃদু ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন।
বিবিসি জানিয়েছে, সামনের সপ্তাহে তিনি খুবই সীমিত পরিসরে দায়িত্ব পালন করবেন। তিনি ডাক্তারি পর্যবক্ষণে আছেন এবং তাদের পরামর্শ মেনে চলছেন। ৯৫ বছরের রানি এলিজাবেথ করোনার টিকার সব কয়টি ডোজ নিয়েছেন। চারদিন আগে প্রাসাদের কর্মীদের তিনি জানিয়েছিলেন যে, তিনি খুব বেশি হাঁটাচলা করতে পারছেন না।
এর আগে চলতি মাসের প্রথম দিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়েছিল। এর কয়েক দিন আগে তিনি রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।