ইউএনওর সামনে সাংবাদিক মারধর : বন্দর থানার ৩ পুলিশ সদস্য ক্লোজড

কামরুন নাহার | ২২:৪৮, মার্চ ২৯ ২০২০ মিনিট

বরিশালে করোনা সংক্রমন সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার দুই ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। দৈনিক দেশ জনপদকে আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার। তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিলো।এ ঘটনা আমাদের কারো জানা ছিল না।গতকাল জানতে পেরে পুলিশ কমিশনার স্যারের নির্দেশে রাতভর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন নায়েক মহসিন ও কনেস্টেবল কাওসার এবং জাহিদুল। অপরদিকে বিষয়টি খতিয়ে দেখছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।পাশাপাশি সাংবাদিক নির্যাতনের ঘটনায় উপস্থিত থাকা ইউএনওর কোন সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়টিও তিনি দেখবেন বলে জানায়।