ভোলায় স্কুল ব্যাগে মিললো গাঁজা-ফেনসিডিল, আটক ২
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় দুইটি স্কুল ব্যাগে করে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার সময় ২ কেজি নয়শো গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে ভোলা থানা পুলিশের একটি টিম।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের চরনোয়াবাদ মোল্লাপট্টি ব্রিজের দক্ষিণ মাথা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মো. সাব্বির (২৪) হোসেন ও মো. শাকিল (২৩) হোসেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই মাদক ব্যবসায়ি কুমিল্লা জেলা থেকে দুটি স্কুল ব্যাগে করে ২ কেজি নয়শো গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিল নিয়ে ভোলার চরনোয়াবাদ এলাকায় এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চরনোয়াবাদ এলাকার মোল্লাপট্টি ব্রিজের দক্ষিণ মাথা থেকে আটক করা হয়।
ওসি আরও জানান, ওই দুই মাদক ব্যবসায়ি ভোলার আরেক মাদক ব্যবসায়ির কাছে এ মাদক বিক্রির জন্য নিয়ে এসেছে। এবং এই দুই মাদক ব্যবসায়ি এর আগেও ভোলার বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়িদের কাছে মাদক সরবরাহ করতো।