বরিশাল ব্যুরো।।
বরিশালে দুই সন্তানের বাবা রুবেল গাজি(৩৬) আত্মহত্যা করেছে। ১৮ ফেব্রুয়ারি রাত বারোটার দিকে নগরীর কাউনিয়া এলাকার আলমাদানি সড়কে ভাড়া বাসায় আত্মহত্যা করেন রুবেলে গাজি।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরাতাহালের জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।
মেহেন্দিগঞ্জ উপজেলার চর ভোলানাথ গ্রামের বাসিন্দা আবুল গাজির ছেলে রুবেল গাজি, পরিবারের সকলকে নিয়া বরিশাল নগরীর আলমাদানি সড়কে ভাড়া থাকতেন। রুবেল পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে রুবেল। বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় তারা। কাউনিয়া থানার এস আই মিজান মোল্লা বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করবেন বলেও জানান তিনি।
এস আই মিজান মোল্লা আরো বলেন, পারিবারিক কলোহের কারনেই আত্মহত্যা করেছেন রুবেল গাজি।