ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৪, ফেব্রুয়ারি ১৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ এবার ঝালকাঠি গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল কেওড়া ইউনিয়নের দক্ষিন পিপলিতা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মোঃ মাইনউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রামে একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবার একটি চালান সরবারহের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি অভিযান চালায়। এসময় দক্ষিণ পিপলিতা গ্রামের ইউনুস হাওলাদারের বাড়ির সামনের রাস্তা থেকে তার পুত্র প্রধান আসামী আরিফ হাওলাদার(৩৪), নড়াইল জেলার লোহাগরা উপজেলার তেলকারা গ্রামের লিয়াকত আলী শেখের পুত্র সুমন শেখ ওরফে উজ্জল (৪০), নলছিটি উপজেলার ঢাপর গ্রামের মৃত হামেদ হাওলাদারের পুত্র মোঃ আব্বাস আলী হাওলাদার (৫৮) ও বরিশালের কোতয়ালি থানার রুপাতলী এলাকার মোবারক সরদারের পুত্র মোঃ শহিদুল ইসলাম শহিদসহ (২৩) ৪জনকে ৫০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার ৪ জনকে ডিবি পুলিশের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গোয়েন্দা পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।