কলাপাড়ায় ২৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৪, ফেব্রুয়ারি ১৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রাম থেকে মো. হোসেন খানকে (৩৫) আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার হয়। এর আগে বুধবার রাতে একই ইউনিয়নের নিজামপুর গ্রামে থেকে ১০ পিস ইয়াবাসহ নাইমকে (২৫) গ্রেফতার করেছে। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানান। মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তবে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।