নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
গ্রেফতারকৃত খোকন ওরফে শাওন ওরফে ছগির রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান বলেন, খোকন আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস দল গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬টি এবং ৫ শ‘ টাকার বিভিন্ন সিরিয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। গ্রেফতারকৃত ছগিরের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়েছে।