ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের ক‌মি‌টি গঠন

দেশ জনপদ ডেস্ক | ০০:০৪, ফেব্রুয়ারি ১৭ ২০২২ মিনিট

ব‌রিশাল ব্যুরো।। ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছর পর এই ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। বুধবার ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহকে ক‌মি‌টির প্রধান উপদেষ্টা করে পনের সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টি‌তে সভাপ‌তি করা হ‌য়ে‌ছে গোলাম মাস‌রেক বাবলু‌কে এবং সাধারণ সম্পাদক করা হ‌য়েছে কি‌শোর কুমার দে কে। এছাড়া সহ সভাপ‌তি প‌দে র‌য়ে‌ছেন ইউনুস আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক ম‌নোয়ার হো‌সেন, প্রচার ও সাংগঠ‌নিক সম্পাদক জগলুল ফারুক হাওলাদার, দপ্তর সম্পাদক অমল চন্দ্র দাস, কোষাদক্ষ্য আবুল হো‌সেন খান, সদস্য রেজাউল ইসলাম শা‌হিন, রেজা আল এনামুল হক শামীম, শাহ আলম পান্না, কামাল হোসেন, মামুন খান, মোফা‌জ্জেল হো‌সেন, রইজ আহ‌ম্মেদ মান্না ও এ কে এম ম‌নিরুজ্জামান। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, ২০১৯ সা‌লের ক‌মি‌টি ২০২১ সা‌লে মেয়াদ উত্তীর্ন হয়। এরপর ক‌রোনার কার‌ণে ক‌মি‌টি গঠন করা সম্ভব হয়‌নি। এবার আবার ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। বা‌নিজ্য মন্ত্রণাল‌য়ে ক‌মি‌টির কাগজ পাঠা‌নো হ‌য়ে‌ছে গুরুত্বপূর্ণ অন্যান্য কাগজা‌দিসহ। প্রসঙ্গত, ২০১৯ সা‌লে আফতাব আহ‌ম্মেদকে সভাপ‌তি ও গোলাম মাস‌রেক বাবলু‌কে সাধারন সম্পাদক ক‌রে ক‌মি‌টি গঠন হ‌য়ে‌ছি‌ল। জেলা বাস মা‌লিক গ্রু‌পের মা‌ঝে রাজ‌নৈ‌তিক দ্ব‌ন্দে আফতাব পদত্যাগ ক‌রেন পদ থে‌কে।