ভোলায় ফের স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদেরকে আটক করে।
আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, ফেণি জেলার পরশুরাম থানার বাউরকুমা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান অপরজন ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদুর চর গ্রামের আব্দুল মুনাফ বিশ্বাসের ছেলে মো. লিটন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, ফেণি জেলা থেকে মিজানুর রহমান একটি স্কুল ব্যাগে করে দুই কেজি গাঁজা নিয়ে ইলিশা লঞ্চঘাট এলাকায় এসে ঘাটে অপেক্ষমাণ আরেক মাদক ব্যবসায়ি মো. লিটনের হাতে গাঁজার ব্যাগটি দিলে ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
তিনি আরও জানান, মিজানের কাছ থেকে লিটন মাদক ক্রয় করে তা ভোলায় বিক্রি করতেন। এর আগেও মিজান একাধিকবার লিটনের কাছে মাদক সরবরাহ করতো।
আটককৃত তাদের দুজনের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই স্থানে স্কুল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছিলেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এই টিমটি।