‘১২ বছর হলে নিবন্ধন ছাড়াই টিকা’
রিপোর্ট দেশজনপদ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ১২ বছর পার করেছে অথচ টিকা নেয়নি তারা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে। তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না।
সোমবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন জেনারেটরের উদ্বোধনসহ দেশের চারটি হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি।
এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।
মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তা থেকে বিরত থাকতে হবে।