শপথ নিলেন ভোলার ১২ ইউপি চেয়ারম্যান

দেশ জনপদ ডেস্ক | ১৯:০২, ফেব্রুয়ারি ১৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ৩৬টি সংরক্ষিত নারী ও ১০৮টি পুরুষ ইউপি সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তৌফিক-ই লাইহী চৌধুরী। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক-ই লাইহী চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. রাজিব আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। শপথ নেওয়া নব-নির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান হলেন, রাজাপুর ইউনিয়নে রেজাউল হক মিঠু চৌধুরী, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে আনোয়ার হোসেন ছোটন, ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে জহিরুল ইসলাম জহির, বাপ্তা ইউনিয়নে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ধনিয়া ইউনিয়নে এমদাদুল হক কবির, শিবপুর ইউনিয়নে জসিম উদ্দিন, আলিনগর ইউনিয়নে বশির আহম্মেদ, চরসামাইয়া ইউনিয়নে মহিউদ্দিন মাতব্বর, ভেদুরিয়া ইউনিয়নে মো. কামাল, ভেলুমিয়া ইউনিয়নে আব্দুস সালাম মাষ্টার, দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ইফতেখার আহম্মেদ স্বপন ও উত্তর দিঘলদী ইউনিয়নে লিয়াকত হোসেন মুনসুর। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক শপথ নেওয়া নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এবং প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নেন।