পটুয়াখালীতে চার মাদক কারবারী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৫, ফেব্রুয়ারি ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ কলাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানা পুলিশ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কলাপাড়া থানায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রাম থেকে মৃত জয়নাল শরীফের পুত্র মোঃ হানিফ শরীফ (৪৮) কে ১৬ গ্রাম, একই এলাকার রুহুল হাওলাদার এর পুত্র মোঃ সিয়াম হাওলাদার (২০) কে ৫ গ্রাম, বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রাম থেকে চোচিংমং এর পুত্র চানওয়াসেনকে ২৫ গ্রাম,পশ্চিম সোনাতলা গ্রামের ইমাম নাজির এর পুত্র মোঃ জনিকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভিন্ন ভিন্নভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক ভাস্কর চন্দ্র দে জানান, আসামীরা বহুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পান ও বিক্রেয় করে যুব সমাজকে কলুষিত করেছে।তাই গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করতে পেরেছি। ১২ ফেব্রুয়ারী শনিবার গ্রেফতারকৃত দেরকে বিচারের দাবীতে আদালতে সোপর্দ করা হয়েছে।