বেতাগীর ২ মাদক কারবারি বরিশালে গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৩, ফেব্রুয়ারি ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের কোতোয়ালি থানা পুলিশ আধা কেজি গাঁজাসহ স্বপন (৩২) ও মো: সজিব (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মো: রাকিব সিকদার নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তাদের বিরুদ্ধে বরিশালে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, আটক মাদক ব্যবসায়ীরা বরগুনার বেতাগী উপজেলার চিহ্নিত মাদক কারবারি। বরিশাল কোতোয়ালি থানার ডিউটি অফিসার রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আধা কেজি গাঁজাসহ স্বপন ও মো: সজিবকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওপিল সাহা জানান, গ্রেফতাররা কোনো বড় মাদকচক্রের সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।