ভোলায় মাসব্যাপী মুজিব শতবর্ষ ক্রিকেট লিগ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, ফেব্রুয়ারি ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন বলেন, ‘দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে তারা মাদক মুক্ত থাকবে। এ জন্য সরকার খেলাধুলায় অনেক টাকা বরাদ্দ দিচ্ছে। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে।’ ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে মাসব্যাপী মুজিব শতবর্ষ জেলা ক্রিকেট লিগ ২০২১-২০২২। শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে কালীনাথ রায় বাজার একাদশ ও কালিবাড়ী একাদশ। মাসব্যাপী ক্রিকেট লীগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময় মেজবাহ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিশ্বে খেলাধুলা দিয়ে অনেক পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের রোড মডেল হয়েছি। তার নেতৃত্বে খেলাধুলায়ও আমরা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়ারদের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে তারা মাদক মুক্ত থাকবে। এ জন্য সরকার খেলাধুলায় অনেক টাকা বরাদ্দ দিচ্ছে। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে। আশাকরি আগামী ২ বছরের মধ্যে সব উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হবে।’ বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘খেলোয়াড়দের মান উন্নয়নে তাদেরই এগিয়ে আসতে হবে। কঠোর অনুশীলন করতে হবে প্রতিটি খোলায়াড়কে। তাহলেই আমাদের সফলতা আসবে।’ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিসিবি পরিচালক আলমগীর খান আলো ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ অনেকে। করোনা ভাইরাসের করণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও ভোলা মাঠে ফিরেছে ক্রিকেট লীগ। দীর্ঘ বিরতির পরে টার্ফ উইকেটে (মাটির পিচ) ক্রিকেট লীগ হওয়ায় খেলোয়ারদের মধ্যে প্রাণ সঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক দিন পর মাঠে ক্রিকেট আয়োজন করায় জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান তারা। পাশাপাশি প্রতি বছর এ আয়োজন চালু রাখতে অনুরোধ জানান খেলোয়াড়রা।