ঝালকাঠিতে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:০১, ফেব্রুয়ারি ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) আয়োজনে মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঝালকাঠি শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে সাইকেল র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ চত্বর এসে শেষ হয়। সাইকেল র‌্যালির শুভ উদ্বোধন করেন- পৌর প্যানেল মেয়র ও ইয়াসের উপদেষ্টা তরুন কর্মকার। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. শাকিল হাওলাদার রনির সভাপতিত্ব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর কাদের, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মো. ছবির হোসেন, মো. হাসান মাহমুদ, প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য জহিরুল রহমান জলিল, ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বী।