ঝালকাঠিতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফাতিমা খানমকে অফিস চলাকালিন অবস্থায় ইভটিজিং, শ্লীলতনাহানি ও মারধর করার অভিযোগে প্রসান্ত কুমার দাস (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত প্রসান্ত কুমার দাস উপজেলার আমুয়া গ্রামের শুখরঞ্জন দাসের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফাতিমা খানমকে অফিস চলাকালিন অবস্থায় ইভটিজিং, শ্লীলতনাহানি ও মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমানিত হওয়ায় অভিযুক্ত আমুয়া গ্রামের শুখরঞ্জন দাসের পুত্র প্রসান্ত কুমার দাসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।