বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মফিজুর রহমান

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৬, ফেব্রুয়ারি ০৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন ঝালকাঠির নলছিটি থানায় কে. এম মফিজুর রহমান। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিনসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় এসআই কে. এম মফিজুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।