নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন ঝালকাঠির নলছিটি থানায় কে. এম মফিজুর রহমান। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
এসময় ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিনসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় এসআই কে. এম মফিজুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।