ফেন্সিডিল মামলায় ৬ বছরের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২২:১২, ফেব্রুয়ারি ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ফেন্সিডিল বিক্রি করতে এসে গ্রেফতার কারবারি সাইদুল ইসলামকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম বানারীপাড়া উপজেলার চৌহারি পাড়া এলাকার মোতাহার আলীর ছেলে। বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০২১ সালের ৩ মার্চ মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বরিশাল সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড গড়িয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সাইদুল ইসলামকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম জানান, তার বাড়ি বানারীপাড়ায় হলেও বরিশালে ফেন্সিডিল বিক্রির জন্য এসেছিলেন। বিভিন্ন সময়ে তিনি বরিশাল ও আশপাশে মাদক বিক্রি করতেন। এ ঘটনায় ওই দিনই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন মোস্তাফিজুর রহমান। তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওই বছরের ৩০ মার্চ সহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মাদক কারবারি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।