পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
দেশ জনপদ ডেস্ক|২০:০০, ফেব্রুয়ারি ০৮ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় গ্রন্থাগারের সভাকক্ষে ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এসময়ে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিল এর কনভেনর প্রফেসর মো. জাকির হোসেন, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী এবং এলএলএ অনুষদের ডিন প্রফেসর ড. পূর্নেন্দু বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে সকাল ৯ টায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে গ্রন্থাগারের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, গ্রন্থাগার ব্যাবহারে সকলকে যত্নশীল হতে হবে। প্রাচীন কাল থেকে গ্রন্থাগার যে সভ্যতার নিদর্শন তা উল্লেখ করে তিনি সবাইকে গ্রন্থাগারে পাঠ্যাভ্যাস বাড়ানোর আহবান জানান।
এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী শিক্ষার্থীদের গ্রন্থাগারের ওয়েবসাইট সেবা নিতে আহবান করেন। লাইব্রেরিয়ান পঙ্কজ কুমার চতুর্থ শিল্প বিপ্লবে গ্রন্থাগার সেবার ভূমিকা উপস্থাপন করেন।