চুলকাটা পছন্দ না হওয়ায় কিশোরের মাথা ন্যাড়া করে মারধর

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৮, ফেব্রুয়ারি ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে চুলকাটা পছন্দ না হওয়ায় কিশোরের (১৩) মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই কিশোরের বাবা নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী কিশোর মগর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। অভিযুক্ত মো. হায়দার হাওলাদার (৬০) দক্ষিণ মগড় এলাকার বাসিন্দা। তিনি মগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হকের চাচা। স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ওই মাদরাসাছাত্র আমিরাবাদ বাজারের নরসুন্দর অমল শীলের দোকানে গিয়ে ছোট করে চুল কাটে। এ সময় সেলুনে উপস্থিত হায়দার হাওলাদার কিশোরের চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন। পরে সেলুনে থাকা ট্রিমার দিয়ে তিনি ছেলেটির মাথার চুল সম্পূর্ণ ন্যাড়া করে দেন। সে এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। মাদরাছাত্রের বাবা বলেন, আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে আমার কাছে বলতে পারতেন। কিন্তু তা না করে হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করেছে। এমনকি মারধর করে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ওই কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটায় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। পোলাপানদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে হায়দার হাওলাদারের ভাতিজা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘এ ঘটনা প্রমাণিত হলে সঠিক বিচার করা হবে।’ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান  বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।