সোনার বাংলা গড়তে মুজিব কন্যার বিকল্প নেই-এমপি জ্যাকব
নকিব কাজী, চরফ্যাশন ॥ সাবেক উপমন্ত্রী ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুজিব কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। গতকাল সোমবার উপজেলার চর-কলমী ইউনিয়নে শীর্তাথদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা জ্যাকব এসব কথা বলেন।
জ্যাকব বলেন, বঞ্চিত অবহেলিত চরফ্যাশন উপজেলার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকতার ছোয়া লেগেছে। কৃষিতে বাকি ছিল। আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিতে বিপ্লব বিশ্বের ইতিহাসে বিরল। গতকাল অত্যাধুনিক মানের চারা রোপনের যন্ত্র চাষাবাদের কাজে চরফ্যাশনের মাঠিতে উদ্বোধন করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এসব উন্নয়ন দিয়ে আমার নির্বাচনী এলাকায় ঢেলে সাজানো সম্ভব হয়েছে।
গতকাল সারা বাংলার মানুষ চরফ্যাশনকে দেখতে আসে। এর আগে শশীভূষণ থানা বেগম রহিমা ইসলাম কলেজ পরিদর্শন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে গরু ও হাস-মুরগী বিতরণ করা হয়। এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।