বঙ্গোপসাগরে ৪ দিন ধরে নিখোঁজ মঠবাড়িয়ার দুই জেলে

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৩, ফেব্রুয়ারি ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঝড়ের কবলে পড়ে গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের নিখোঁজ দুই জেলের সন্ধান চার দিনেও পাওয়া যায়নি। কিংবা উদ্ধার হয়নি তাদের লাশ। নিখোঁজ দুই জেলে হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো: বাচ্চু মিয়া (৩৮) ও মো: নূরুল ইসলাম সরদারের ছেলে মো: আলমগীর হোসেন সরদার (৩০)। নিখোঁজ জেলে বাচ্চু মিয়ার মামা মো: নূরুল ইসলাম জানিয়েছেন, গত দশ -এগার দিন আগে স্থানীয় মো: হারুনের ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন। তাদের ট্রলার ডুবে গেলে অধিকাংশ জেলে সাঁতরে পাড়ে আসতে পারলেও তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: ঈসমাইল (২৫), ছোট মাছুয়া গ্রামের আলমগীর হোসেন ও আমার ভাগ্নে বাচ্চু নিখোঁজ হয়। এদের মধ্যে গত শনিবার সাগরে ভাসমান অবস্থায় ইমাঈলের লাশ পাওয়া গেলেও অন্য দুই জনের খোঁজ এখনো মেলেনি।