লালমোহনে বিয়ে ঠিক করায় শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার লালমোহনে না জানিয়ে পরিবারের পক্ষ থেকে বিয়ে ঠিক করায় ইসমাত জাহান লুবাবা (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের রাজন আলী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী লুবাবা ওই বাড়ির মো. রাহেল পাটওয়ারীর মেয়ে ও ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী লুবাবার পরিবার তার বিয়ে ঠিক করে। যাতে রাজি ছিল না সে। তারপরেও বিয়ের সিদ্ধান্তে অটল থাকলে এবং মেয়েটিকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করলে মেয়েটি সকলের চোখের আড়ালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’