গৌরনদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৯:২০, ফেব্রুয়ারি ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান বেপারী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পশ্চিম শাওড়া গ্রাম থেকে গতকাল রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রহমালী বেপারীর ছেলে। এ ব্যাপারে থানার এসআই হারুন অর রশিদ বাদি হয়ে রাতেই মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।