ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৬০ মন জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় অভিযান চালিয়ে ৬০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোন। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোলার খেয়াঘাট সড়কের কোস্টগার্ড অফিস সংলগ্ন এলাকায় একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিম থানায় বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এ সময় ভোলা থেকে সড়ক পথে ঢাকা নেয়ার পথে একটি ট্রাক আটক করে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
পরে ওই ট্রাক তল্লাশি চালিয়ে জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দকৃত মাছ কোস্টগার্ড কার্যালয় থেকে এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত এসব মাছ একটি চক্র ঢাকায় নিয়ে যাওয়ার চেস্টা করছিলো বলে জানিয়েছে কোস্টগার্ড।