নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাজারের মোদাচ্ছের মাঝির দোকান থেকে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে এর আগেই বাজারের ছয়টি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান। বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী বিষয়টি নিশ্চিত করেছেন।