বিষখালী নদীতে ট্রলার থেকে ১০০৩ পিস ইয়াবাসহ আটক এক

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৯, ফেব্রুয়ারি ০৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০০৩ পিস ইয়াবাসহ রুস্তম (৫০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৫ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে তাকে আটক করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ত্রিসুলসহ রুস্তম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক রুস্তমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।