নিজস্ব প্রতিবেদক॥ শনিবার সকাল থেকে সরস্বতীর পূজা হবে বরিশালের স্কুল, কলেজ ও মন্দিরগুলোতে। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব সরস্বতী পূজা শনিবার। বরিশালে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা।
শুক্রবার দুপুরে নগরীর তিন মন্দিরে গিয়ে প্রতিমা ক্রেতাদের ভিড় দেখা গেছে।
পূজার আগের দিন হওয়ায় বিক্রি বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিমার পাশাপাশি বিক্রি চলছে পূজার অন্য সরঞ্জাম।
শনিবার সকাল থেকে সরস্বতীর পূজা হবে বরিশালের স্কুল, কলেজ ও মন্দিরগুলোতে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়।
নগরীর ভোলানন্দ গিরি আশ্রম, পাষানময়ী কালিমাতার মন্দির ও শ্রী শ্রী হরিঠাকুর মন্দিরে গিয়ে প্রতিমা ক্রেতাদের ভিড় দেখা গেছে।
প্রতিমা বিক্রেতা ঝন্টু সাহা বলেন, ‘১ হাজার ২০০ প্রতিমা এসেছে বরিশালের হাটখোলা মন্দিরে। বিক্রি চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছি। বেচা শেষে লাভ-ক্ষতির হিসাব করব।’
আরেক বিক্রেতা সুমন পাল বলেন, ‘ছোট আকারের প্রতিমা বিক্রি হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকায়, মাঝারি আকারের ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়, আর বড় আকারের প্রতিমা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ১০ হাজার টাকায়।’
শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে বলেন, ‘প্রতি বছরই আমরা সরস্বতী পূজা বড় পরিসরে উদযাপন করি। এবার স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হবে। প্রস্তুতিই সম্পন্ন হয়েছে।’