অন্ধকারে ঝালকাঠি শহর!

দেশ জনপদ ডেস্ক | ২০:৩০, ফেব্রুয়ারি ০৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটলে বিদ্যুৎকর্মীরা আগুন নেভাতে অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করেন। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন নেভানো হলেও পুড়ে যায় ট্রান্সফরমারটি। যা দিয়ে ঝালকাঠির টাউন ফিডার-১, বিকনা ফিডার এবং পালবাড়ি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এ কারণে বন্ধ হয়ে যায় ১১ কেভি ইনকামিং-২ এর বিদ্যুতের সব লাইন। ফলে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝালকাঠি সদর উপজেলা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ঝালকাঠি সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘পশ্চিম ঝালকাঠি এবং চাদকাঠি ফিডারের যে ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটির লাইন পরিবর্তন করা হয়েছে। বিকল্প ট্রান্সফরমার দিয়ে ৪ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টায় বিদ্যুৎ লাইন চালু হয়েছে। ‘বিদ্যুৎ লাইন চালু হলেও অন্ধকারে রয়েছে ঝালকাঠি শহর। বিকল্পভাবে যে ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ চালু করেছি সেটির সার্কিট ব্রেকার বার বার পরে যাচ্ছে।’