বরিশালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে বিশ্ব ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বরিশাল বিভাগীয় সমন্বয়ক রিয়াজ পাটওয়ারী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান সেলিম।
তিনি বলেন, ক্যান্সার বাংলাদেশে ৬ষ্ঠ লিডিং কস অব ডেথ। সচেতনতার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয় অনেকে। ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার বিকল্প নেই বলে সভায় মত দেন তিনিসহ অন্যান্য অতিথিরা।