নিজস্ব প্রতিবেদক॥ বিপিএল এ ফরচুন বরিশালের টানা তৃতীয় বিজয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা।
বুধবার বেলা ১১টায় শহরের পোষ্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, তাহসান আহম্মেদ সাহিল, আহাদুজ্জামান অমি, মো: নাইম খান, লাবিব, নয়ন, মাহি সহ উৎসুক ক্রিকেট জনতা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৬ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে ৬ খেলা শেষে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠলো সাকিবের বরিশাল।