নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য বিয়ে হওয়া (১৯) এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সবুজ মোল্লা (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারের পর পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বামনা উপজেলার ওই কলেজছাত্রীর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে সম্প্রতি বিয়ে হয়। বাবার বাড়িতে থেকে স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজে লেখাপড়া করে আসছিলে। এদিকে সবুজ মোল্লা বিয়ের আগে থেকেই ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলেন। সবুজ গত ২২ নভেম্বর ওই কলেজছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজছাত্রীর স্বামী বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে জানান, অভিযুক্ত অপহরণকারি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরের তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।