সরকারি ওষুধ দিতে গড়িমসি, সেই ফার্মাসিস্টের বিরুদ্ধে তদন্তে কমিটি

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, ফেব্রুয়ারি ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ রোগীদের সরকারি ওষুধ প্রদানে গড়িমসি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠি সদর হাসপাতালের ফার্মাসিস্ট পুলক ঘরামি ওরফে পুলকেশ ঘরামির বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন এ কমিটি গঠন করেন। সিনিয়র কলসালট্যান্ট (মেডিসিন) ডা. আবুয়াল হাসানকে প্রধানকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আমির হোসাইন ও প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২৭ জানুয়ারি ‘ঝালকাঠি হাসপাতালে সরকারি ওষুধ দিতে ফার্মাসিস্টের গড়িমসি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন নিউজ পোর্টালে । রোগীদের করা অভিযোগের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্রে সরকারি ওষুধ লিখে দেওয়া হলেও সঠিকভাবে তা বিতরণ করেন না ঝালকাঠি সদর হাসপাতালের ফার্মাসিস্ট পুলক ঘরামি। যেসব ওষুধে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ লেখা নেই সেসব ওষুধ রোগীদের না দিয়ে আত্মসাত করছেন।