নিজস্ব প্রতিবেদক॥ সোমবার দুপুরে কার্গোর ধাক্কায় সেতুটির অর্ধেক অংশ ভেঙ্গে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন লেবুখালী হাইস্কুলের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থীসহ দুই পাড়ের অসংখ্য মানুষ।
স্থানীয়রা বাসিন্দারা জানান, সেতুটি আগে থেকেই জরাজীর্ণ ছিলো। যদিও এর আগে এলজিইডি কর্তৃক বেশ কয়েক বার জোড়াতালি দিয়ে এটি কোনোমতো চালু রাখা হয়েছিলো। কিন্তু সোমবার কার্গোর ধাক্কায় দুর্বল এই সেতুটি বিধ্বস্ত হয় এবং কার্গো সেতুর সাথে আটকা পড়ে।
ইউপি চেয়ারম্যান মো: শাহআলম হাওলাদার জানান, আয়রন সেতুটি ভেঙ্গে পড়ায় দুইপাড়ের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। কার্গোচালকের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করছেন।
খবর পেয়ে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশীদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলজিইডি কিংবা উপজেলা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, আয়রন সেতুটি ভেঙ্গে পড়ার খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম বলেন, আপাতত দ্রুত কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনা মতে প্রাক্কলন তৈরি করে বরাদ্দের জন্য পাঠানো হবে।